স্কুলে ক্লাস চলাকালীন হানা দিল হনুমান! শিক্ষকের গালে রক্তারক্তি আঁচড়

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলে হনুমানের আঁচড়ে গুরুতর জখম হলেন এক স্কুল শিক্ষক।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-04 at 10.42.30 AM


নিজস্ব সংবাদদাতা: বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলে ভয়াবহ এক ঘটনা ঘটে গেল। হনুমানের আঁচড়ে গুরুতর জখম হলেন এক স্কুল শিক্ষক। আহত ওই শিক্ষকের নাম গোবর্দ্ধন ভুঁইয়া। তিনি মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষক। বর্তমানে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় অষ্টম শ্রেণির ষষ্ঠ পিরিয়ডের ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই একটি হনুমান ক্লাসরুমে ঢুকে পড়ে এবং শিক্ষকের টেবিলের উপর বসে পড়ে। ছাত্ররা কিছু বোঝার আগেই হনুমান আচমকাই শিক্ষকের গালে আঁচড় মারে। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। দ্রুত অন্যান্য শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

monkey

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মনতাজ আলী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের বটগাছটিতে প্রায় ৮-১০টি হনুমান দেখা যাচ্ছে। এর আগেও ক্লাস চলাকালীন হনুমান ঘুরে বেড়িয়েছে স্কুল প্রাঙ্গণে, তবে এমন মারাত্মক ঘটনা এই প্রথম।

এ বিষয়ে বনদপ্তরকে জানানো হবে বলেও জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়ায় এক হনুমান বেশ কিছুদিন ধরেই মানুষকে হেনস্থা করছে। তাকে ধরার চেষ্টা করলেও এখনও পর্যন্ত ধরা যায়নি।

এ বিষয়ে মানিকপাড়া রেঞ্জের বন আধিকারিক সব্যসাচী হাজরা জানান, স্কুলে হনুমানের আক্রমণের ঘটনাটি তাঁর জানা ছিল না। দ্রুত তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।