New Update
নিজস্ব সংবাদদাতা: কামারহাটির কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং জেলে বন্দি থাকলেও, তার প্রভাব এখনো রয়ে গেছে বলে অভিযোগ। তার অনুগামীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মে কামারহাটির এক বাসিন্দা বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেটেও জানানো হয়েছে বিষয়টি।
অভিযোগ, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে চলা মামলায় সাক্ষী হওয়ার অপরাধেই হুমকির মুখে পড়েছে এক পরিবার। জেলে বসেও জয়ন্ত সক্রিয়ভাবে তার অনুগামীদের মাধ্যমে প্রভাব খাটাচ্ছে বলে আশঙ্কা করছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সোশ্যাল মিডিয়ায় এক অনুগামী খুনের হুমকি দিচ্ছে প্রকাশ্যে, অথচ পুলিশে জানালেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us