New Update
/anm-bengali/media/media_files/Za4aXxe8834n0RJufbgE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের বেহাল রাস্তার বলি। মালদার বামনগোলার পর বাঁকুড়ার জয়পুরে বেহাল রাস্তার বলি হলেন এক। রাস্তা কাটা। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার সময় মৃত্যু হল প্রসূতির। জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতির তোরণ নির্মাণের জন্য রাস্তা কাটা হচ্ছে। সেই কারণে প্রসূতিকে তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। ঘুরে যাওয়ার সময় তরুণীর মৃত্যু হয়। পরিবারের দাবি, সঠিক সময়ে তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলে প্রসূতিকে বাঁচানো যেত। যদিও রাস্তা কাটার কারণে প্রসূতির মৃত্যুর দাবি অস্বীকার করেছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, রাস্তা কাটা হলেও, বিকল্প রাস্তা ছিল। তাই রাস্তা কাটার কারণে কোনও মৃত্যু হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us