New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিদেশের মাটিতে মৃত্যু হল এক বঙ্গ তনয়ার। সুইডেনে (Sweden) গবেষণা করতে গিয়ে মৃত্যু হল দুর্গাপুরের রোশনি দাসের। ১২ অক্টোবর মৃত্যুর খবর দেয় সুইডেনের দুতাবাস। ফ্ল্যাটের মধ্যেই দেহ মিলেছে বলে দাবি পড়ুয়ার মায়ের।এই ঘটনায় একজন সুইডিশ নাগরিককে গ্রেফতার অবধি করা হয়েছে বলে দাবি পরিবারের। যদিও কীভাবে রোশনির মৃত্যু হয়েছে সেই নিয়ে সকলেই ধন্ধে রয়েছেন। রোশনি উমেয়া বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us