/anm-bengali/media/media_files/SvWDE0KSJlCRx0bOpYnT.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতেই ওই বৃদ্ধকে গাছে বেঁধে রেখে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। ঘটনার কথা জানতে পেরে জাম্বানি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কেন্দুডাংরি অঞ্চলের কদমডিহা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এলাকার বাসিন্দা রাসবিহারী শুঁই (৭০) কদমডিহা গ্রামের এক শিশু কন্যা যখন খেলছিল মাঠে তখন তাকে ভুলিয়ে পাশের বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানেই ওই শিশুটিকে যৌন হেনস্তা করে। আট বছরের ঐ নাবালিকা কিছুই সেই সময় বুঝতে পারেনি।বাড়িতে এসে পুরো ঘটনাটি তার বাবা মাকে বলে। এর পরেই বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন রাসবিহারী শুঁই-এর বাড়িতে চড়াও হন। তাঁকে ধরে নিয়ে এসে গ্রামেরই একটি গাছে বেঁধে রাখে গ্রামবাসীরা। পাশাপাশি ওই বৃদ্ধের মুখে কালো রং মাখিয়ে দেওয়া হয়। ওই বৃদ্ধের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। বাঁধা অবস্থায় রাসবিহারী শুঁই -ওপর চলে মারধর। পরিস্থিতি দেখে গ্রামবাসীর একাংশ জামবনি থানায় খবর দেয়। জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধ রাসবিহারী শুঁইকে আটক করে। অন্যদিকে ক্ষুব্ধ ওই নাবালিকার পরিবার বৃদ্ধ চরম শাস্তির দাবি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us