কালভাটে আটকে নিখোঁজ উত্তম! বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশিতে উদ্ধার নিথর দেহ

বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে দাসপুরে উদ্ধার করা হল উত্তমের দেহ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত গোপীগঞ্জের উত্তরের চাঁইপাট এলাকায় এক মর্মান্তিক ঘটনায় জলে ডুবে প্রাণ হারালেন ১৮ বছরের যুবক উত্তম নায়েক। দীর্ঘ ২৪ ঘণ্টার টানা তল্লাশির পর অবশেষে আজ বিকেলে মিলল তাঁর নিথর দেহ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আড়িট গ্রামের প্রতিটি কোণায়।

জানা গিয়েছে, বুধবার দুপুরে পাশের বাড়ির কাকা সুকুমার মালীর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন উত্তম। খালের ধারে ছিলেন তাঁরা। কিছু সময় পর থেকেই উত্তমের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকায় থাকা একটি অস্থায়ী কালভাট, যেটি খালের জলের ওপর দিয়ে পারাপারের কাজে ব্যবহৃত হয়—সেখানেই আচমকা জলের স্রোতে আটকে যান তিনি, এমনটাই প্রাথমিক অনুমান।

dead body 3.jpg

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারী-সহ অন্যান্য পুলিশকর্মীরা। শুরু হয় উত্তমের সন্ধান। নামানো হয় ডুবুরি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা স্পিডবোটে করে ব্যাপক তল্লাশি শুরু করেন। অবশেষে বিকেলের দিকে খালের জলে ভেসে ওঠে উত্তম নায়েকের দেহ।

এই হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না উত্তমের পরিবার ও প্রতিবেশীরা। কিশোর বয়সেই এমন করুণ পরিণতি—শোকস্তব্ধ গোটা গ্রাম। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে এবং ঠিক কোথায় ডুবে গিয়েছিলেন উত্তম, তার বিস্তারিত তদন্ত চলছে।