New Update
/anm-bengali/media/media_files/O0TFAwhn0jkylBoATDvr.jpg)
বঙ্গ বিজেপির তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে বিজেপির তরফে দাবি করা হয়েছে, 'তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মাল বিধানসভার ক্রান্তি ব্লকে কংগ্রেস ও সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন ১৬ টি পরিবার।'
তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মাল বিধানসভার ক্রান্তি ব্লকে কংগ্রেস ও সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন ১৬ টি পরিবার।#JoinBJPpic.twitter.com/b8tVou5C3y
— BJP West Bengal (@BJP4Bengal) December 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us