/anm-bengali/media/media_files/2025/06/20/cover-22-2025-06-20-21-57-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টির জেরে আর তার সঙ্গে ব্যারেজ থেকে হঠাৎ জল ছাড়ার ফলে আচমকাই ভয়াবহ রূপ নিল দামোদর নদ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত সোন্দা বালিঘাট এলাকায় নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়। আর তার ফলেই নদীতে তলিয়ে যায় একের পর এক বালি বোঝাই লরি। ক্যামেরায় ধরা পড়েছে সেই চাঞ্চল্যকর ছবি। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সোন্দা বালিঘাটে বহু লরি বালি তুলতে আসে। তাদের মধ্যে কিছু লরি কাজ শেষ করে ফিরে গেলেও, একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই থেমে যায়। সেই লরির পিছনে থাকা আরও বেশ কয়েকটি লরি আটকে পড়ে। ঠিক সেই সময় আচমকাই নদীতে জল বেড়ে যেতে শুরু করে। দেখতে দেখতে নদীর জলস্রোতের চাপে একের পর এক লরি জলের নিচে তলিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৫টি লরি দামোদরের জলে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে থাকা এক লরি চালক জানান, শুধু যান্ত্রিক সমস্যা নয়, গাজনের চাঁদা নিয়ে ঘাটে থাকা লোকেদের সঙ্গে বচসাও চলছিল। এমন বিপদের সময় ঘাট কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি। পরে একটা জেসিবি এনে উদ্ধার করার চেষ্টা হলেও তাতে কোনও লাভ হয়নি।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “প্রায় ১৫টা লরি এখন দামোদরের তলায়। এখনও পর্যন্ত কোনও সরকারি উদ্ধার কাজ শুরু হয়নি। প্রশাসন যেন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/20/lori-1-2025-06-20-12-37-02.jpg)
এই ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে জানানো হয়েছে, সমস্ত লরি চালক ও খালাসিদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে— নদীর মধ্যে ডুবে থাকা এই বিপুল সংখ্যক লরি কীভাবে উদ্ধার করা হবে? কবে এই উদ্ধার কাজ শুরু হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আশ্বাস মেলেনি প্রশাসনের তরফে।
অন্যদিকে, এলাকার মানুষ আশঙ্কা করছেন, যদি আবারও বৃষ্টি বাড়ে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। তখন শুধু লরি নয়, আশেপাশের এলাকা ও নদীর ধার ঘেঁষে থাকা মানুষজনের নিরাপত্তাও বড় প্রশ্ন হয়ে উঠবে।
এই ঘটনায় এখন গোটা সোন্দা বালিঘাটে আতঙ্ক ও ক্ষোভ একসঙ্গে ছড়িয়ে পড়েছে। মানুষের দাবি, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, না হলে বড়সড় বিপর্যয় হতে আর বেশি দেরি নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us