স্কুলের রোল-কলে আর নয় "ইয়েস স্যার", বলতে হবে "জয় শ্রী রাম"

গুজরাতের একটি স্কুলে রাম মন্দির উদ্বোধনের আগে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোল-কলের সময় 'ইয়েস স্যার' বলা যাবে না। তার বদলে বলতে হবে "জয় শ্রী রাম"।

author-image
Tamalika Chakraborty
New Update
school.jpg

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধনের আগে উত্তর গুজরাটের বনাসকান্তার একটি স্কুল উপস্থিতি দেওয়ার সময় 'ইয়েস স্যার'-এর পরিবর্তন করে 'জয় শ্রী রাম'করা হয়েছে।