নিজস্ব সংবাদদাতা: শুটার সরবজ্যোত সিংয়ের বাবা জিতেন্দর সিং, সহকারী কোচ গৌরব সাইনি এবং অন্যরা হরিয়ানার প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক জয়ের আনন্দ উদযাপন করছেন। প্যারিস অলিম্পিক্সে শুটার মনু ভাকের এবং সরবজ্যোত সিং ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন। তাঁরা ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয়ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
/anm-bengali/media/media_files/AELqHAv6LGW76HYryEhD.jpg)