দেওয়ালে গোবর! মিলে গেল দুই দল

তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনের ওপর গোবরের প্রলেপ! একটুও রাগলেন না প্রার্থী! দুর্গাপুরে মিলে গেল তৃণমূল - বিজেপি! অবাক করা কাণ্ড।

author-image
Pallabi Sanyal
New Update
hh


হরি ঘোষ, দুর্গাপুর : নেই কোনো অভিযোগ। নেই কোনো আক্ষেপ। মানুষের আশীর্বাদে জয় নিশ্চিত। জামুড়িয়া বিধানসভার খোট্টাডিহি নিমসা এলাকার ঘটনা।
তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবরের প্রলেপ। অভিযোগ, বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে।  এই গোবরের প্রলেপ দেওয়াকে আবার শুদ্ধ হিসেবে দেখছেন তৃণমূল প্রার্থী। তার দাবি, যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা পরোক্ষভাবে তাকে আশীর্বাদই করেছেন। যদিও গোমাতা, গোমূত্র কিংবা গোবরকে নিয়ে বিজেপি নেতৃত্ব পবিত্রতা বা শুদ্ধিকরণের মত প্রকাশ করেন। এবার সেই বিজেপির ভাষাতেই তৃণমূল প্রার্থী একই সুরে কথা বললেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। সারা বছর যে তৃণমূল দিলীপ ঘোষকে গোমাতা, গরুর দুধের সোনা ইত্যাদি নিয়ে কথা বলার জন্য কটাক্ষ করে এবার ভোটের সময় গোমূত্র বা গোবরের স্বপক্ষে কথা বলল তৃণমূল। বামেদের আবার দাবি, এই জন্যই তারা বলেছিলেন বিজেমূল অর্থাৎ বিজেপি আর তৃণমূল আলাদা নয়। মতের দিক থেকেও তাঁরা একই। বিজেপির দাবি, গোমূত্র বা গোবর যে শুদ্ধ তা তৃণমূল স্বীকার করেছে অর্থাৎ দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। কারণ ভোট বড় বালাই। তাই এখন তৃণমূলকেও বিজেপির সুরে কথা বলতে দেখা যাচ্ছে।