গুলি-বোমা-আগ্নেয়াস্ত্র! সন্ত্রাসের পরিবেশ

রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ। দুষ্কৃতীরাজে ভীত সন্ত্রস্ত্র দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।

author-image
Pallabi Sanyal
New Update
১২

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে অব্যাহত সন্ত্রাস! বাড়ছে দুষ্কৃতীরাজ! গোসাবার ঘটনা এমনই প্রশ্ন তুলে দিল। নির্বাচনী প্রচারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ। বরাত জোরে প্রামে রক্ষা পেয়েছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা।   গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকার ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি তিনি। গুলির আওয়াজ পেয়ে বাইরে বরিয় আসেন স্থানীয়রা। তারা গুলি চালানো দুষ্কৃতীদের ঘিরেও ফেলে। খবর দেোয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি। অন্যদিকে বাতের অন্ধকারে প্রচুর তাজা বোমা উদ্ধার হয়। 

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তল্লাশিতে জোর দিয়েছে পুলিশ। দিনের পাশাপাশি রাতেও চলছে তল্লাশি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই একমাত্র লক্ষ্য। এর এই তল্লাশিতেই রাজ্য জুড়ে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এর উৎসস্থল কোথায়? উঠছে প্রশ্ন। কীভাবে এত পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র রাজ্যে ঢুকলো? কোন পথে এল? প্রশাসনিক নজরদারিতে খামতি! যেভাবে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে তাতে মানুষ নির্ভয়ে বুথে যেতে পারবেন কিনা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।