/anm-bengali/media/media_files/MAK4CyTnwjBpLMAnuLGi.jpg)
নিজস্ব সংবাদদাতা: অনলাইনে প্রেমের ছলনায় সর্বস্বান্ত এক তরুণ! ম্যাট্রিমনি সাইটে এক তরুণীর সঙ্গে পরিচয়, ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সম্পর্কের টানেই তরুণটি পৌঁছান নির্দিষ্ট হোটেলে, তরুণীর ডাকে সাড়া দিয়ে। কিন্তু প্রেমের সেই মোহেই ধীরে ধীরে শুরু হয় সর্বনাশের পথচলা। হোটেলে গিয়ে বুঝতেই পারেননি যে, তিনি এক ভয়ঙ্কর ফাঁদের শিকার হচ্ছেন।
পরবর্তীতে ওই তরুণ অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে—সেখানে তিনি জানান, প্রেমের নামে তাঁকে প্রতারণা করে লুট করা হয়েছে তাঁর সমস্ত সম্পত্তি। তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্যের খোঁজ পেয়েছে। জানা গেছে, অভিযুক্ত তরুণী কোনও সাধারণ প্রতারক নন। তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে বাংলাদেশের এক যুবক, যিনি মূলচক্রান্তকারী বলে মনে করছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/love-story-2025-08-01-14-00-31.jpg)
এই ঘটনায় উঠে এসেছে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ইঙ্গিত। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে ফাঁদ পাতা, সম্পর্ক গড়ে তোলা, বিশ্বাস অর্জন করে হোটেলে নিয়ে গিয়ে সর্বস্ব লুট করে নেওয়া—সবই ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অঙ্গ। আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে যে, এই তরুণী এবং বাংলাদেশের ওই যুবক মিলে বেশ কয়েকটি রাজ্যে একই কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশি অনুপ্রবেশ ও ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের উপর নজরদারি নিয়ে চলা বিতর্কের মধ্যেই এই ঘটনাটি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। প্রশ্ন উঠছে, সীমান্ত পেরিয়ে কীভাবে এমন প্রতারকরা নির্বিঘ্নে চক্র চালাতে পারছে?
পুলিশ ইতিমধ্যেই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং বাংলাদেশের যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্র আরও অনেককে নিশানা করেছে এবং শীঘ্রই বড়সড় প্রতারণার জাল ভাঙা যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us