/anm-bengali/media/media_files/2024/12/11/1000125542.jpg)
নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হাওয়ার দিক পাল্টাতে শুরু করেছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ বার আর দেরি করল না শীত। দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ঝোড়ো ইনিংস শুরু করেছে ঠান্ডা। বুধবার সকালেই তিলোত্তমা কলকাতায় নেমেছে মরশুমের সবচেয়ে কম তাপমাত্রা— ১৭ ডিগ্রি সেলসিয়াস!
ভোরবেলা থেকেই শহরের আকাশ পরিষ্কার, আর তার সঙ্গে উত্তর-পশ্চিম হাওয়া বইছে টগবগে ছন্দে। রোদ মিষ্টি, বাতাসে হালকা শিরশিরে ছোঁয়া— একেবারে সেই পুরনো দিনের শীতের স্বাদ যেন ফিরে এসেছে কলকাতার রাস্তায়। অফিসযাত্রীদের গায়ে এখন হালকা সোয়েটার বা জ্যাকেট। চায়ের দোকানে শুরু হয়েছে ধোঁয়া ওঠা চায়ের ভিড়, আর রাস্তার মোড়ে ভাজা বাদামের গন্ধে ম-ম করছে সকালটা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/B9SWszZGTFIpnMCRe0YO.jpg)
শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কমেছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে নেমেছে পারদ ১৪ ডিগ্রিতে। সকালবেলা কুয়াশায় ঢেকেছে গ্রামাঞ্চল, খেতে রোদ পড়ছে হালকা কুয়াশার পর্দা ভেদ করে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক হাওয়া ঢুকছে, ফলে ১৫ নভেম্বরের পর থেকে শীত আরও জাঁকিয়ে বসবে।
শহরের আবহাওয়া প্রেমীরা বলছেন, “এই তো সেই আসল কলকাতার শীত!” আর হাওয়া অফিসও জানাচ্ছে, ডিসেম্বরের আগেই এবার শীতের আগমন ঘটছে আগেভাগে— যা গত কয়েক বছরের তুলনায় বেশ তাড়াতাড়ি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us