![kunal 123]](https://img-cdn.publive.online/fit-in/1280x960/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/16/r537DuYagEDzlRt3kflv.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনায় উত্তাল রাজ্য। পুজো কার্নিভালের পাশাপাশি চিকিৎসকদের ডাকা দ্রোহের কার্নিভাল হয়। উত্তাল পরিস্থিতিতে অনেকটাই কোন ঠাসা রাজ্য। সেই পরিস্থিতিতে দলের পাশে দাঁড়িয়ে ক্রমাগত জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করেন কুণাল ঘোষ। বার বার নাগরিকদের কাছ থেকে তুমুল হেনস্তা হতে হয়েছে কুণাল ঘোষকে। আর পুজো কার্নিভালে তারকা ও শিল্পীদের ভিড়ে ছিলেন কুণাল।
পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনী। হুইল চেয়ারে নমিতা বিশ্বাস। ঠাকুরনগরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী। পায়ের সমস্যা। কিন্তু হাতের ঝিনুকের কাজ অসামান্য। প্রতিমার সব গহনা ওঁর করা। @MamataOfficial ওঁর প্রশংসা করে একটি ময়ূরপেখমের পাখা উপহার দিলেন। pic.twitter.com/vcGB8IRekp
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 15, 2024
এবার পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনী হয়ে প্রদর্শনীতে হাঁটতে দেখা গেল কুণাল ঘোষকে। কার্নিভালে একটি হুইল চেয়ার ঠেলে আনতে দেখা যায়। সেই হুইল চেয়ারে ছিলেন শিল্পী নমিতা বিশ্বাস। ঠাকুরনগরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী তিনি। তবে শারীরিক অসুস্থার জন্য তিনি ঠিক করে হাঁটতে পারেন না। রামমোহন সম্মিলনী প্রতিমার সব গহনা নমিতা বিশ্বাসেরই গড়া। আর কার্নিভালে সেই নমিতাকে হুইল চেয়ারে বসিয়েই এদিন হাঁটেন কুণাল ঘোষ। শিল্পী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ময়ূর পেখমের পাখা উপহার দিয়েছেন।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us