নিজস্ব সংবাদদাতা: কলকাতা শহরে উৎসব আর প্রতিবাদ পাশাপাশি অবস্থান করছে। আর পঞ্চমীতে আরজি করের ৫০ জন চিকিৎসক গণইস্তফা দিয়ে সরকারের ওপর নতুন করে চাপ প্রয়োগ করছে। এছাড়াও মেডিক্যাল কলেজ ও এসএসকেএমের চিকিৎসকরাও গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও নবান্ন সূত্রে খবর, গণইস্তফা দিলে পদত্যাগ করা হয় না। তাছাড়া তা পায়নি নবান্ন।
গণইস্তফা যে নবান্নে পৌঁছায়নি, সেই বার্তা ইতিমধ্যে চিকিৎসকদের কানে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসে প্রতীকি অনশনে মঙ্গলবার যোগ দেন সিনিয়র চিকিৎসকরা। আর ধর্মতলায় চলছে ‘আমরণ অনশন’। এদিন সিনিয়র চিকিৎসকরা বলেন, ‘প্রত্যেকদিন ১২ ঘণ্টা করে অনশনে বসব। রাতের ডিউটি করে পরের দিন ছুটি পাই। তখনও অনশনে বসব।’গণইস্তফার কথা জানিয়ে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে চিঠি দেন চিকিৎসকরা। আর নবান্ন জানিয়ে দিয়েছে, ‘চিকিৎসকদের গণইস্তফা নিয়ে কোনও বৈঠক হয়নি। গণইস্তফার কোনও চিঠিও আসেনি।’
অন্যদিকে, ষষ্ঠীর দিন চিকিৎসক ও নার্সরা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন। সিবিআইয়ের চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে তাঁর এই মিছিলের ডাক দেন। জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীতে মহামিছিলের ডাক দেন। কলজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি এই মিছিল হওয়ার কথা থাকলেও পরে মেডিক্যাল কলেজের ছয় নম্বর গেট থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিল হয়। সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ এই মিছিলে যোগ দান করেন।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us