কৃষক বন্ধু শুভেন্দু অধিকারী! মুখ্যসচিবের কাছে কী আবেদন করলেন

শুভেন্দু অধিকারী টুইটে জানান, মিগজাউমের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলাতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি রাজ্যের মুখ্যসচিবের কাছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন।

New Update
111SUVENDHU ADHIKARI.jpg

নিজস্ব সংবাদদাতা:  ঘূর্ণিঝড়ের মিগজাউমের জেরে বাংলায় চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে দক্ষিণবঙ্গের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, যার ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আলু চাষিদের জন্য বিপর্যয় কারণ হয়ে দাঁড়িয়েছে। যার জেরে চাষিদের ক্ষেত তলিয়ে গেছে। তাঁদের ফসল জলের তলায় পচে  যেতে পারে। অসময়ে বৃষ্টির বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক প্রচারণার অভাবে যে ধান চাষিরা এখনও ফসল কাটাতে পারেননি, তারাও অতিরিক্ত আর্থিক ক্ষতি পূরণের দিকে তাকিয়ে আছেন। আমি মাননীয় মুখ্য সচিবের কাছে একটি চিঠি লিখেছি। তাঁকে পশ্চিমবঙ্গের আলু ও ধান চাষিদের ত্রাণ ও সহায়তা দেওয়ার অনুরোধ করছি।'