/anm-bengali/media/media_files/pUFThtZEWG1K3cu01iXX.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে যেন বৃষ্টি থামার নামই নিচ্ছে না। একের পর এক ঘূর্ণাবর্তের জোড়া আঘাতে টানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টির দাপট। তবে এবার একটু আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বিদায় শুরু হতে পারে। অর্থাৎ, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
এই মুহূর্তে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত ঘিরে রয়েছে রাজ্যকে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর, আরেকটি অবস্থান করছে উত্তর ওড়িশার আকাশে। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে। এখনই উত্তরবঙ্গে কোনো বড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
আজ, শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে অনেক বেশি—সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/8utbz69TOI46qriKRhLE.jpg)
দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, যা ইঙ্গিত দিচ্ছে বর্ষার শেষের দিকের।
আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শনিবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখন বর্ষা কার্যত বিদায় নিতে শুরু করেছে। সেখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুতের কোনো বড় সতর্কতা এখন আর জারি নেই। তবে উত্তরবঙ্গের আট জেলার কয়েকটি অংশে শনিবার পর্যন্ত স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, আরও কয়েকদিন দক্ষিণবঙ্গকে সামান্য বৃষ্টির মোকাবিলা করতে হবে, তার পরই মিলবে বর্ষা বিদায়ের প্রথম ইঙ্গিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us