ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে! জারি সতর্কতা

শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rainfall3.jpg

নিজস্ব সংবাদদাতা: শরতের রোদ মাঝেমধ্যেই বিরতি পায়, কারণ কালো মেঘ আকাশ ঢেকে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। দুর্গাপুজোর আনন্দের মধ্যে কলকাতায় এই বৃষ্টির বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে।

বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ নেই। তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে, তবে শহরের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

Rain

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। কিন্তু সোমবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। সোমবার দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবারের পর আপাতত আর কোনও সতর্কতা নেই।

দুর্গাপুজোর আনন্দের সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টি ও হাওয়া মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই ভ্রমণ বা বাইরে বের হওয়ার আগে স্থানীয় আবহাওয়ার খবর নেওয়াই ভালো।