/anm-bengali/media/media_files/BWLkaqrnmXgGX9ObINrX.jpg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের আকাশে গুমোট অন্ধকারের ঘনঘটা। আগাম বৃষ্টির ইঙ্গিত মিলছিল বেশ কিছুদিন ধরেই। এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী সাত দিন জুড়েই দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং তা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী দু’দিনের মধ্যে এই নিম্নচাপ উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে চলে যাবে। এই ঘূর্ণনেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বেশি। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
বিশেষ করে সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যদিও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর, তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে।
নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
এদিকে মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বাংলা ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us