আলিপুর হাওয়া অফিসের সতর্কবার্তা—দেবীপক্ষেই নামছে নিম্নচাপ, ভিজবে গোটা বাংলা!

দেবীপক্ষেই রাজ্যবাসী নিম্নচাপের কোপে পড়বে বলে জানাল আবহাওয়া দফতর।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: বর্ষা বিদায় নিলেও শহরের আকাশ থেকে বৃষ্টি কিছুতেই কাটছে না। টানা কয়েক মাসের ভিজে আবহাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। বারবার বৃষ্টিতে তাদের তৈরি প্রতিমার অনেক ক্ষতি হয়েছে। তবু নির্দিষ্ট সময়েই প্রতিমা প্রস্তুত করা হয়েছে, প্যান্ডেলের কাজও শেষের পথে। কিন্তু মনের মধ্যে স্বস্তি নেই, কারণ আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের দুর্গাপুজোয় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া দিয়ে দেবীপক্ষ শুরু হবে। আর তার এক সপ্তাহ পরেই সপ্তমী। কিন্তু তার আগেই আকাশে ঘনঘটা বাড়বে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি।

Rain

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টি হবে। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আরও ভারী বৃষ্টি নামতে পারে। সেই সময় উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে।

এর মধ্যেই আরও একটি দুঃসংবাদ। ২৩ সেপ্টেম্বর ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি নামবে। এখানেই শেষ নয়—এরপরই নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ, যা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে। ধীরে ধীরে সেটি বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে। সেই সময় বৃষ্টি আরও বাড়বে, আর তার আঁচ সরাসরি পুজোর মণ্ডপেই পড়তে পারে।