হাওয়া অফিসের সতর্কতা: কলকাতায় আজ ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া—বাইরে বেরোলে সাবধান!

আবহাওয়া অফিস আজ কোন কোন জেলাকে সতর্ক করেছে জেনে নিন।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: "এই বৃষ্টি, এই নেই" পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। আর হাওয়া অফিস বলছে, এমন আবহাওয়া থেকে এখনই মুক্তি নেই। কারণ, এই মুহূর্তে সক্রিয় রয়েছে বর্ষার মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, রয়েছে দুটি অক্ষরেখা এবং একটি নিম্নচাপ। এর প্রভাবেই সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

rain

সোমবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। একই ধরনের আবহাওয়া থাকবে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও। তাই বাইরে বেরোলে সঙ্গে ছাতা বা রেনকোট রাখাটা একান্ত জরুরি।

তবে হালকা স্বস্তির খবরও রয়েছে। সোমবারের পর থেকেই বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমবে। নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে। ফলে দক্ষিণবঙ্গে খানিকটা স্বস্তি মিললেও উত্তরবঙ্গে বর্ষার প্রকোপ আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নিম্নচাপ থাকায় এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। সমুদ্র থাকবে উত্তাল, ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি রাখা হয়েছে ৮ জুলাই পর্যন্ত।