/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই বৃষ্টির মূল কারণ হলো নিম্নচাপ। এবার সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে রাজ্যের উপর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
শনিবার রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবারের পর রবিবারও রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে। জানা গেছে, নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরছে। ডিভিসি থেকে ৩৩,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যার ফলে বহু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/litOhpvUICQby2tb8SJT.jpg)
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ প্রবল বৃষ্টি হবে।
ইতিমধ্যেই বাঁকুড়ায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে লাগাতার ভারী বৃষ্টিতে রাস্তা ভেসে গেছে। শনিবার সকাল থেকেই বাঁকুড়ার পাত্রসায়ের ব্লক ধগড়িয়া থেকে হদলনারায়ণপুর পর্যন্ত যাতায়াতের রাস্তার উপর দিয়ে শালী নদীর জল বেগে বইতে শুরু করেছে। এর ফলে ওই রাস্তা দিয়ে কার্যত যাতায়াত বন্ধ হয়ে গেছে। চলতি মরসুমে এটি দ্বিতীয়বার প্লাবিত হওয়া রাস্তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us