/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হয়েছে মৌসুমি বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত একাধিক জেলায় জারি রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বিশেষ করে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে। কলকাতাতেও দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বাদ যাচ্ছে না বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানেও বিক্ষিপ্ত ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে নেমে আসায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/20/heavy-rain-gujarat-2025-08-20-09-31-52.jpg)
গত কয়েক সপ্তাহ আগেই টানা নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে ঘাটাল, খানাকুলের মতো জায়গায় ভয়াবহ বন্যার ছবি দেখা গিয়েছিল। জলে তলিয়ে গিয়েছিল গ্রাম, অচল হয়েছিল জীবনযাত্রা। এবার ফের নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা। নিচু এলাকা ফের ডুবে যেতে পারে জলের তলায়।
কলকাতায় দিনভর আকাশ থাকবে মেঘলা। নদিয়া ও দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে, আর সর্বনিম্ন ২৫ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us