New Update
/anm-bengali/media/media_files/UphMvTBEGJt0SuGtsocC.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই সঙ্ঘাত হতে পারে তৃণমূল-বিজেপির, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কেননা, আজ প্রথম দিনই বিধানসভায় শোকপ্রস্তাব পেশ করবে রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতেই শোকপ্রস্তাব পেশ করার কথা রয়েছে আজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এখানেই বিজেপি আপত্তি তুলেছে। কেননা ঠিক ৯ আগস্টই আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কথা সামনে আসে। তাই বিজেপি দাবি করেছে নিহত চিকিৎসকের জন্যেও শোকপ্রস্তাব আনতে হবে। আর তা না হলে আজ সরগরম হবে বিধানসভা।
/anm-bengali/media/media_files/heRCEMRsRAHWIJU2O670.jpg)
/anm-bengali/media/media_files/kP4welVIc3Q5RTQ4FEDf.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us