বৃষ্টি থামলেও জল নামেনি শহর থেকে, রাস্তায় ভাসছে মানুষ

বৃষ্টি থামলেও কলকাতা শহরের একাধিক রাস্তা জলের তলায়।

author-image
Tamalika Chakraborty
New Update
water logging   aa

নিজস্ব সংবাদদাতা: ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা। মঙ্গলবার শহরের নানা প্রান্তে দেখা গেল জলযন্ত্রণা। কোথাও কোমর সমান জল, কোথাও আবার দোকান-বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে বৃষ্টির জল। বুধবার সকালে আকাশ পরিষ্কার হলেও শহরের রাস্তাঘাট থেকে পুরোপুরি জল নামেনি।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কিছু অংশ, পার্ক সার্কাস, পাটুলি, মিন্টো পার্ক, মুকুন্দপুর—এসব জায়গায় এখনও হাঁটু সমান জল জমে রয়েছে। কোথাও দেখা যাচ্ছে মানুষ প্যান্ট গুটিয়ে জলের মধ্যে হেঁটে চলেছেন। স্থানীয়দের অভিযোগ, এমন জলযন্ত্রণার ছবি আগে কখনও দেখেননি তাঁরা। বৃষ্টি থেমে যাওয়ার পরও জল না নামায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

water logging

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জীবনে এমন বৃষ্টি তিনি কখনও দেখেননি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা তিনি দেরাদুন ও জম্মুর মেঘভাঙা বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন। বৃষ্টির জেরে জলমগ্ন শহরে ৯ জনের মৃত্যু হয়েছে—কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউবা ডুবে। এর জন্য সিইএসসি-র গাফিলতিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।