New Update
/anm-bengali/media/media_files/4RD5DEtls3xThwDN0S4z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ চতুর্থী, বাঙালি দুর্গা পুজোয় মেতে উঠেছেন। আর দুর্গা পুজো মানেই কলকাতার একের পর এক সেরা পুজোয় 'প্যান্ডেল হপিং'-এর মজা। তবে অনেকেই এই মজা থেকে বঞ্চিত থাকেন। কখনও বা নিজস্ব কারণ কখনও আবার কারণ হয়ে ওঠে নানা কাজ।
/anm-bengali/media/post_attachments/46de1aea-852.png)
তাছাড়াও কলকাতা থেকে যারা দূরে থাকেন তাদের জন্য কলকাতায় এসে পুজো দেখা বেশিরভাগ সময়েই সম্ভব হয়ে ওঠেনা। তবে এএনএম নিউজের সঙ্গে আপনারা দেখতে পারেন কলকাতার সেরা পুজোগুলি। বর্তমানে আপনাদের সামনে রইল বেহালা ১১ পল্লীর পুজো। এবছর তাদের ভাবনা, 'নেপথ্যে'।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us