দুর্গা পুজোর খবর

d
বাঁ হাতে নয় ডান হাতেই দেওয়া উচিত পুষ্পাঞ্জলি। ছোট বেলা থেকেই আমরা সবাই এই কথাটি শুনে অভ্যস্ত। বাঁ হাতে নাকি অঞ্জলি দিতে নেই। তাতে পাপ হয়, ঠাকুর পাপ দেয়। কিন্তু সত্যিই কি তাই? জানেন কী বলছে শাস্ত্র?