/anm-bengali/media/media_files/SvWDE0KSJlCRx0bOpYnT.jpg)
নিজস্ব সংবাদদাতা:সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "জাতীয় মহিলা কমিশন সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে গত বছর মহিলাদের ওপর যতগুলো অভিযোগ নথিভুক্ত হয়েছে, তার পরিসংখ্যান রয়েছে। গত বছর ২৮,৮১১টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তারমধ্যে, ১৬,১০৯টি অভিযোগ শুধুমাত্র উত্তরপ্রদেশে নথিভুক্ত হয়েছে। মোট অভিযোগের প্রায় ৫৫ শতাংশ। কিন্তু এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন নীরব। উত্তরপ্রদেশে বিজেপি মহিলা নিরাপত্তা সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এর বিরোধিতা করতে পারছেন না কি পদ হারানোর ভয়ে? "
In another revealing data of the @NCWIndia, 28,811 complaints of crime against women were registered last year, with Uttar Pradesh recording the highest number of complaints at 16,109 – about 55% of the total cases.
— All India Trinamool Congress (@AITCofficial) January 2, 2024
Why is @sharmarekha, Chairperson of the @NCWIndia silent on…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us