New Update
/anm-bengali/media/media_files/S9ZTh7xEl3YIY4T6UF73.jpg)
নিজস্ব সংবাদদাতা: দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অনশন আন্দোলন অব্যাহত রেখেছে। শনিবার সেই আন্দোলন তিন দিনে পড়ল। খোলা আকাশের নীচে ঠান্ডার মধ্যে চাকরিপ্রার্থীরা অবশন করছেন। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এখনও কোনও সরকারি আশ্বাস পাওয়া যায়নি। আলোচনায় বসার কোনও প্রস্তাব মেলেনি। এটা বাংলাক লজ্জা বলেও আন্দোলনকারীরা মন্তব্য করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us