মেলেনি সরকারি আশ্বাস, এখনও অনশন আন্দোলনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

তিন দিন ধরে আপার প্রাইমারির পড়ুয়ারা অনশন করছেন। সল্টলেকের করুণাময়ীতে তাঁরা খোলা আকাশের নীচে আন্দোলন করছেন। কিন্তু সরকারের তরফে এখনও কোনও আলোচনার প্রস্তাব আসেনি।

New Update
upper primary agitation .jpg

নিজস্ব সংবাদদাতা: দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অনশন আন্দোলন অব্যাহত রেখেছে। শনিবার সেই আন্দোলন তিন দিনে পড়ল। খোলা আকাশের নীচে ঠান্ডার মধ্যে চাকরিপ্রার্থীরা অবশন করছেন। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এখনও কোনও সরকারি আশ্বাস পাওয়া যায়নি। আলোচনায় বসার কোনও প্রস্তাব মেলেনি। এটা বাংলাক লজ্জা বলেও আন্দোলনকারীরা মন্তব্য করছেন।