বাংলা জুড়ে ঐক্য মিছিলের ঢেউ! সুকান্ত মজুমদারের মুখে বড় পরিকল্পনার ইঙ্গিত

সুকান্ত মজুমদার ঘোষণা করলেন, সর্দার পটেলের জন্মবার্ষিকীতে বাংলার ১২৬ স্থানে হবে ঐক্য মিছিল। প্রতিটি স্থান থেকে নির্বাচিত যুবকদের নিয়ে যাওয়া হবে তাঁর জন্মভূমিতে।

author-image
Tamalika Chakraborty
New Update
sukanta k2


নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে যেভাবে ঐক্য মিছিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গেও আয়োজন করা হচ্ছে বড়সড় কর্মসূচির। তাঁর কথায়, রাজ্যের প্রায় ১২৬টি স্থানে এই ঐক্য মিছিল অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, তাঁর নিজের জেলা মালদাতেই তিনটি জায়গায় মিছিলের আয়োজন করা হচ্ছে। তিনি জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ তারিখ জুড়ে এই মিছিলগুলি হবে এবং এতে বিপুল সংখ্যক যুবসমাজ অংশ নেবে।

sukantakl1.jpg

সুকান্ত মজুমদারের দাবি, প্রতিটি মিছিলের জায়গা থেকে দু’জন থেকে পাঁচজন করে যুবককে বিশেষভাবে বেছে নেওয়া হবে। পরবর্তীতে সেই নির্বাচিত যুবকদের নিয়ে যাওয়া হবে সর্দার বল্লভভাই পটেলের জন্মভূমিতে, যাতে তাঁরা কাছ থেকে জানার সুযোগ পান লৌহপুরুষ পটেলের জীবন, সংগ্রাম ও ভারতকে ঐক্যবদ্ধ করার ইতিহাস। তাঁর বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচির উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য, দায়িত্ববোধ ও ইতিহাসচেতনা আরও জোরদার করা।

তবে রাজনৈতিক মহলের দাবি, সর্দার পটেলের জন্মদিন ঘিরে বিজেপির এই বৃহৎ কর্মসূচি শুধু সাংগঠনিক শক্তি প্রদর্শনই নয়, রাজ্য রাজনীতিতে নতুন বার্তাও বহন করছে। সুকান্ত মজুমদারের বক্তব্যে সেই রাজনৈতিক সুর আরও স্পষ্ট হয়ে উঠেছে।