প্রথমে শ্বাসরোধ, পরে গলার নলি কেটে হত্যা! কল্যানী এক্সপ্রেসে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তি গ্রেফতার।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg


নিজস্ব সংবাদদাতা: কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ভাগারাম, যিনি রাজস্থানের বাসিন্দা। অভিযুক্ত দুই যুবকের পরিচয়ও প্রকাশ্যে এসেছে,তাঁরা হলেন কৃষ্ণরাম সিং ও করণ সিং। দু’জনই কলকাতার গিরিশ পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং ভাগারামের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল।

তদন্তে জানা গেছে, ভাগারাম অভিযুক্তদের কাছ থেকে চুড়িদারের পিস কিনতেন এবং তাঁদের কাছে ৮ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন টাকা ফেরত না পাওয়ায় কৃষ্ণরাম ও করণ সিং ভাগারামকে খুনের পরিকল্পনা করে। অভিযুক্তরা ভাগারামকে তাঁদের ভাড়াবাড়িতে ডেকে নিয়ে প্রথমে কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। তিনি অচৈতন্য হয়ে গেলে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তারপর গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়। খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরে প্রথমে নাগেরবাজারে আনা হয়, তারপর অ্যাপ ক্যাব ভাড়া করে ঘোলার উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্তরা। পরিকল্পনা ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দেহটি ফেলে দেওয়া।

dead body .jpg

কিন্তু, ক্যাব চালকের সন্দেহ হওয়ায় তিনি পুলিশের জরুরি নম্বর ১০০-তে ফোন করতে গেলে এক অভিযুক্ত পালিয়ে যায়। তবে করণ সিংকে ধরে ফেলেন চালক, পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। করণকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অপর অভিযুক্ত কৃষ্ণরাম সিংকেও গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের প্রশ্ন, ট্রলি ব্যাগে ৬৫ হাজার টাকা কেন রাখা হয়েছিল, এই রহস্য এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।