New Update
/anm-bengali/media/media_files/V3zedWgBOD1THfxfXt47.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ শেষ দফার ভোট। আর তার পরে রবিবার হাওড়া থেকে বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন। জৌগ্রাম রেল স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরির কাজ চলার কারণে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ৯ জোড়া ট্রেন বাতিল করা হচ্ছে রবিবার।
/anm-bengali/media/media_files/Jz0XIH3TdHScuGNRTfFL.jpg)
হাওড়া থেকে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি বাতিল। বর্ধমান থেকে বাতিল ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেন। মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি বাতিল হল।
/anm-bengali/media/post_attachments/156853e5457582839f009b8fd16189213ddbf7fa08a91ae2f8011f0bbab6a718.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us