নিজস্ব সংবাদদাতা: খবর ছড়িয়েছিল যে লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শনি এবং রবিবার শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন চলবে না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পরে এই নিয়ে মুখ খোলেন। তিনি বলেন যে খবর পাচ্ছিলেন ২০ ও ২১ জুলাই শিয়ালদহ ডিভিশনে কিছু কিছু ট্রেন নাকি বাতিল হয়েছে। তবে এই খবরটা ভুয়ো। শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন ২০ এবং ২১ জুলাই বাতিল থাকছে না।
আগামী রবিবার ২১ জুলাই হওয়ায় ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে ট্রেন বাতিলের অভিযোগ তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)