ফের ট্রেন বাতিল হাওড়ায়! কবে থেকে?

হাওড়ায় ফের বাতিল একগুচ্ছ ট্রেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
123

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। ট্রেন বাতিল হাওড়া শাখায়। হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে ওভারহেড বিদ্যুতের কাজ হবে। সেই সঙ্গে চলবে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। সেকারণ আগামী ১২ অগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে এই লাইনে। ইতিমধ্যে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বাতিল থাকছে হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।