New Update
/anm-bengali/media/media_files/Jz0XIH3TdHScuGNRTfFL.jpg)
নিজস্ব সংবাদদাতা: দমদম স্টেশনের নন-ইন্টারলকিং কাজের জন্য টানা কয়েক দিন বেশ ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। আপনিও তখন এই দুর্ভোগ পোহালে সেই অভিজ্ঞতা আবারও হতে পারে আপনার।
পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই কারণে আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী ৭ ই মে পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আবার কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করা হল।
/anm-bengali/media/media_files/VN0wptXEzrKwEpUvMfCm.jpg)
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
— Akashvani Kolkata (@airnews_kolkata) April 16, 2024
পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী ৭ ই মে পর্যন্ত ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ করা হবে। #easternrailway#airnewsalerts#দীপঙ্করpic.twitter.com/ZIVxZeXn8r
/anm-bengali/media/post_attachments/4f7280ca54afc7f7a485a4c7b34579dc00f1660a94f592214a3f73b528b7c856.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us