নিজস্ব সংবাদদাতা: টোকিও থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বিপত্তি! কেবিনের ভেতরে অস্বাভাবিক গরমের জেরে মাঝপথেই নামাতে হল বিমান। রবিবার টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ছাড়া এয়ার ইন্ডিয়ার AI357 ফ্লাইট, যার গন্তব্য ছিল দিল্লি, সেটি হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
বিমানের কেবিনের ভেতর যাত্রী ও ক্রু সদস্যদের একটানা অস্বস্তিকর উষ্ণতা অনুভব হচ্ছিল। পরিস্থিতি যাতে আর খারাপ না হয়, সে কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন বিমানটি কলকাতায় নামানোর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YfFQNFNPEez5oOTMet6I.jpg)
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “AI357 নম্বর ফ্লাইটটি ২৯ জুন হানেদা থেকে দিল্লি যাচ্ছিল। কিন্তু কেবিনে ক্রমাগত উচ্চ তাপমাত্রা অনুভূত হওয়ায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে কলকাতায় নামানো হয়। বিমানে থাকা সব যাত্রী এবং কর্মীরা নিরাপদে রয়েছেন এবং বিমানটি সফলভাবে কলকাতায় অবতরণ করেছে।”
এই ঘটনার পর বিমানটিকে টেকনিক্যাল পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে। কোন যান্ত্রিক ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।
এছাড়াও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কলকাতা বিমানবন্দরে তাদের গ্রাউন্ড স্টাফ যাত্রীদের সবরকম সহযোগিতা করছেন এবং যাত্রাপথে যে অনিচ্ছাকৃত বাধা সৃষ্টি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থার তরফে আরও জানানো হয়, “আমরা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের যত দ্রুত সম্ভব দিল্লি পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us