"ছাত্রদের সঙ্গে বেইমানি!" — পরীক্ষার তারিখ ঘিরে TMCP নেতার দাবিতে টালমাটাল শিক্ষা মহল!

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে তীব্র কটাক্ষ ছাত্রনেতার।

author-image
Tamalika Chakraborty
New Update
tmcp aaaaaaaaaaaaa


নিজস্ব সংবাদদাতা: বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়া নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এই ইস্যুকে ঘিরে একদিকে যেমন ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তেমনি আরেকদিকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অন্তর্বর্তী উপাচার্য। পরীক্ষার দিন নির্ধারণ ঘিরে তাঁর ভূমিকা নিয়ে এবার সরাসরি আক্রমণে নামল শাসক দলের ছাত্র সংগঠন TMCP।

TMCP-র সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “একজন উপাচার্য হিসেবে তিনি আদৌ যোগ্য তো?” শুধু এখানেই থেমে থাকেননি তিনি, প্রকাশ্যেই ব্যক্তিগত আক্রমণ করেন অন্তর্বর্তী উপাচার্যকে। তাঁর দাবি, “একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা! এটা কি শিক্ষার প্রতি সম্মান, না অপমান?”

TMCP aa

এছাড়াও জানা গেছে, কলেজ স্কোয়ারে শিক্ষামন্ত্রীর মুখোমুখি হয়েই TMCP নেতারা অভিযোগ জানান। দাবি করা হয়, এমন সিদ্ধান্ত ছাত্র-বন্ধুসুলভ নয় এবং শিক্ষার্থীদের সম্মানহানিকর।

এই সমস্ত তোপের মুখে পাল্টা জবাব দেন অন্তর্বর্তী উপাচার্য নিজেই। তিনি বলেন, “এসব কথার জবাব দেওয়া মানে চেয়ারের সম্মান নষ্ট করা।” তাঁর সাফ কথা, সিদ্ধান্ত শিক্ষাগত প্রয়োজনে নেওয়া হয়েছে এবং এতে কোনও অন্যায় নেই। চাপের মুখেও আপস করতে নারাজ তিনি।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষকদের একাংশও বিষয়টি নিয়ে বিভক্ত। একদিকে প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে ছাত্র-ছাত্রীদের সম্মান ও আবেগ—এই দ্বন্দ্বে প্রতিষ্ঠান দিবস পরিণত হয়েছে বিতর্কের মঞ্চে।