New Update
/anm-bengali/media/media_files/Ry3AACFWElGHpcCszbVG.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে দেখা গেল এক আকর্ষণীয় সৌজন্য দৃশ্য। বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে হাজির হন রাজারহাট-নিউটাউনের তৃণমূল যুব সভাপতি এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন।
দুই ভিন্ন রাজনৈতিক দলের হলেও, এই সাক্ষাৎ ছিল একেবারে সৌহার্দ্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে যে আলোচনার ঢেউ উঠেছে, তার প্রেক্ষিতেই তৃণমূল নেতার এই শুভেচ্ছা।
/anm-bengali/media/media_files/1HpwqzXieuHf9mspdkfl.jpg)
ঘটনাটি রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে—যেখানে মতাদর্শের পার্থক্য থাকলেও ব্যক্তি হিসেবে সৌজন্য রক্ষা করা সম্ভব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us