সুকান্ত মজুমদার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন! কেন বলল শাসক দল

তৃণমূলের তরফে টুইট করে বলা হয়েছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সুকান্ত মজুমদারকে। তারপরেই তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে তৃণমূল মনে করছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sukanta firhad.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার সকালে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, 'সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সংবাদমাধ্যমের কাছে ভিত্তিহীন দাবি করেছেন। স্বামী বিবেকানন্দের বিষয়ে আপত্তিকর মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে তাঁকে। তারপরেই তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন বলে মনে হয়।  বার বার অসম্মানজনক মন্তব্য করে তা এড়িয়ে যেতে পারবেন না।'