/anm-bengali/media/media_files/rFdOI4Sp3CVl6Qt8fJf9.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ক্রমাগত জুনিয়র চিকিৎসকদের কটূক্তি করে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র লিখেছিলেন, "তুই জল ঘোলা করিসনি তোর বাবা করেছে।" এরপরেই নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হন এই তৃণমূল নেতা। ট্রোলিং আর কটাক্ষে জর্জরিত হতে হল তাঁর স্ত্রী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়কেও।
রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের। লেখিকা হওয়ার পাশাপাশি তিনি চিত্রনাট্যকার। একাধিক ওয়েবসিরিজ ও সিরিয়ালে চিত্রনাট্য লিখেছেন তিনি। নেটিজেনরা কটাক্ষ করেন, তাঁর স্বামীর যোগাযোগের কারণেই তিনি এই কাজগুলো পেয়েছেন। এই বিদ্রুপ দেখে ধৈর্য্যের বাঁধ ভাঙল সম্রাজ্ঞীর। তিনি সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিলেন। তিনি নিজের স্বামীর বক্তব্যকেও সমর্থন করেননি। প্রসঙ্গত, অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কোনও একটি কমেন্টে লিখেছিলেন। পরে বিতর্কের জেরে সেই কমেন্ট তিনি ডিলিট করে দেন।
সোশ্যাল মিডিয়ায় সাম্রাজ্ঞী লেখেন, " কোথাও আঘাত লাগলে তার প্রত্যাঘাত থাকে জানি বলেই কাল রাত থেকে হওয়া ট্রোলিং নিয়ে কিছু বলার নেই আমার। কারণ বললেও কেউ শুনবেন এমন নয়। অরূপকে ট্রোল করতে গিয়ে দেখলাম কেউ কেউ বলছেন যে TMC আসার পর নাকি আমি সেলিব্রিটি কবি হয়েছি , আরও কী কী সব। একটা তথ্য দিয়ে রাখি। TMC সরকারে এসেছে ২০১১-য়। ২০১৮-য় সাহিত্য অকাদেমি যুব যখন পাই তখন কেন্দ্রে বিজেপি। এবং তখনও রাজ্যের কোনও পুরস্কার আমি পাইনি। বাংলা অকাদেমি পাওয়ার সময়কাল ২০২৩। এই ১২ বছরে বরং দু-একবার সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকতে ভুলে গেছে এমনও হয়েছে। তাছাড়া আপনাদের চিন্তার এমনিও বেশি কারণ নেই কারণ এখন আমি কবিতা খুব কম লিখি। কোনও বড় জায়গায় লিখি না। "
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us