ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

আমার মেয়েকও হুমকি দিয়েছিল আশিষ পাণ্ডে! অভিযোগ খোদ তৃণমূলের রাজ্যসভায় সাংসদ

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অভিযোগ করেন, আশিষ পাণ্ডে তাঁর মেয়েকেও হুমকি দিয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
shantanu sen j.jpg

নিজস্ব সংবাদদাতা: আশিষ পাণ্ডের গ্রেফতারের পর ফের সরব হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন।  প্রথম থেকেই আরজি করের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির সময় সরব হয়েছিলেন  শান্তনু সেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই সময় শান্তনু সেন করেছিলেন। তিনি বলেন, তাঁর মেয়ে যিনি ডাক্তারি পড়ছেন আরজি করে। তাঁকেও হুমকি দিয়েছিলেন আশিষ পাণ্ডে ও তাঁর দলবল। পাশাপাশি তিনি বলেন, এই কথা তৃণমূল সুপ্রিমো জানলে কখনই বরদাস্ত করতেন না। 

Ashish

আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরও অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।  তিনি বলেন, " কলেজ কর্তৃপক্ষের কারা কারা, তার মাথায় হাত রেখেছিল, সেটাও আজ সবারই জানা হয়ে গেছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া , হোস্টেলে হোস্টেলে রেগিং করা, বেআইনিভাবে হাউসস্টাফশিপ দেওয়া, সিনিয়ার ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিষ পাণ্ডে।" আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরজি করের জুনিয়র চিকিৎসকরাও অভিযোগ করেন। 

 tamacha4.jpeg