নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফলের কারণ কী! কারণ জানালেন খোদ সাংসদ

TMC সাংসদ শান্তনু সেন বলেছেন, "বিজেপি বাংলাকে কোনওদিন গুরুত্ব দেয়নি। বাঁকুড়া থেকে নির্বাচনে খারাপভাবে হেরে যাওয়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের মন্ত্রিত্ব সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে। "

author-image
Tamalika Chakraborty
New Update
santunu sen.JPG

নিজস্ব সংবাদদাতা:  TMC সাংসদ শান্তনু সেন বলেছেন, "বিজেপি বাংলাকে কোনওদিন গুরুত্ব দেয়নি। বাঁকুড়া থেকে নির্বাচনে খারাপভাবে হেরে যাওয়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের মন্ত্রিত্ব সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুরকে একই পোর্টফোলিও দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের আগে সমস্ত বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী সহ বাংলাকে বদনাম করেছেন।  ২০১৯ সালে ১৮  জন সাংসদ থাকা সত্ত্বেও রাজ্যটি এবার একটি মন্ত্রকও পায়নি। এটি প্রমাণ করে যে বাংলা কখনোই বাংলার উন্নয়নের কথা চিন্তা করেনি।"

sukanta az1.jpg

 

 tamacha4.jpeg