ভুরি ভুরি প্রমাণ, দুর্নীতির হিসেব দিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট! ইডির জালে বিপাকে তৃণমূল বিধায়ক

বুধবার সকাল থেকেই দফায় তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
jiban krishna das

নিজস্ব সংবাদদাতা: বুধবার সকাল থেকে ইডি দফায় দফায়  তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিধায়ক হওয়ার আগে তিনি চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন। তবে তৃণমূলের বিধায়ক হওয়ার পর ১০ থেকে ১২ জনকে নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন চাকরি বিক্রি করার। সেক্ষেত্র তিনি নিজের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। যাঁদের কাছ থেকে চাকরি বিক্রির নামে টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ। ইতিমধ্যে ইডির তাদের সঙ্গে কথা বলেছে। তথ্য প্রমাণ জোগাড় করেছেন। এর আগে সিবিআই জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছিলেন। 

ed raid sd.jpg