সিপিএম কি কৌটো নেড়ে পরপর পার্টি অফিস বানিয়েছে নাকি? কটাক্ষ কুণাল ঘোষের

সিপিএমের আয়ের উৎস নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেন, "সিপিএম কি কৌটো নেড়ে পরপর পার্টি অফিস বানিয়েছে নাকি? কত টাকা দিয়েছে 'জনগণ'? "

author-image
Tamalika Chakraborty
New Update
kunal ghosh fg.jpg

নিজস্ব সংবাদদাতা : তীব্র ভাষায় সিপিএমকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "সিপিএম কি কৌটো নেড়ে পরপর পার্টি অফিস বানিয়েছে নাকি? সিপিএমের হিসেব দেখুন। গত তিরিশ বছরের বেশির ভাগ আর্থিক বছরেই +-70% আয়ের উৎস 'Unknown' বা কখনও 'জনগণ থেকে সংগৃহীত' বলে চিহ্নিত আছে কি? যদি সত্যিই তাই হয়, বেশিটাই 'unknown' হয়, তাহলে তার কী ব্যাখ্যা দেবেন কমরেড? কোন্ জনগণ? কত টাকা দিয়েছে 'জনগণ'?  উত্তরে যা বলবেন, দয়া করে ঘোষিত আয়ের নথি দেখিয়ে বলবেন।" 

kunal ghosh tmc.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg