/anm-bengali/media/media_files/nrL24jqVW1bhvqsK7dEX.jpg)
নিজস্ব সংবাদদাতা: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দেশদ্রোহী বলে উল্লেখ করলেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। বসিরহাটে একটি পথসভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা। তিনি বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি জুনিয়র চিকিৎসকরা, তাই তাঁরা দেশদ্রোহী।
/anm-bengali/media/media_files/i5CSl12ek03jOHmKDRki.jpg)
জুনিয়র চিকিৎসকদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, চিকিৎসকরা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সরাসরি বেতন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক। একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বিচার আমরাও চাই। কিন্তু দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। সাধারণ মানুষ মরছে। চিকিৎসকরা সুরক্ষিত থাকবেন কেন? চিকিৎসকদের ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদেরও দিয়েছে।
এর আগে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র চিকিৎসকদের কষাইয়ের সঙ্গে তুলনা করেছিলেন। যার জেরে তীব্র সমালোচনার মুখে তাঁকে পড়তে হয়েছিল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সতর্ক করে দেন বলে জানা যায়। প্রসঙ্গত, নবান্নের তরফে জুনিয়র চিকিৎসকদের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে আলোচনায় বসতে রাজ্য সরকার প্রস্তুত বলে জানানো হয়। এই প্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা চারটি শর্ত রাখেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে, পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে, শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে এবং সর্বশেষ শর্ত হল পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।
মঙ্গলবার ছটার পরে রাজ্যের স্বাস্থ্য সচিব একটি ইমেল মারফৎ জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দলকে নবান্নে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। সেখানে জানানো হয়, প্রতিনিধি দলে ১০ বেশি সদস্য থাকতে পারবেন না। ওই ইমেলের বার্তা অপমানজনক বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়। জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়, ইমেলে শুধু স্যার বলে উল্লেখ করা আছে। কিন্তু অনেক মহিলা জুনিয়র চিকিৎসক উপস্থিত রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী যে আলোচনায় উপস্থিত থাকবেন, সেকথা ইমেলে লেখা হয়নি। অন্যদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, মুখ্যমন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের জন্য অপেক্ষা করছিলেন। দেড় ঘণ্টা পরে তিনি বেরিয়ে যান।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us