New Update
/anm-bengali/media/media_files/N1zeDXe3W6h583So3NYp.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইটারে সুকান্ত মজুমদার লেখেন, 'পুকুরের বড় মাছ তাড়া করছে ছোটো মাছকে!! কিন্ত পুকুর টাই যে পচা পুকুরে পরিণত হয়েছে! তৃণমূল এখন পচা পুকুরে পরিণত হয়েছে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।'
পুকুরের বড় মাছ তাড়া করছে ছোটো মাছকে!! কিন্ত পুকুর টাই যে পচা পুকুরে পরিণত হয়েছে!! @AITCofficial এখন পচা পুকুর, সবটাই অবশ্য @MamataOfficial এবং @abhishekaitc এর অনুপ্রেরণায় !! #ChorTMC#ShameOnTMCpic.twitter.com/UY4oorSwE1
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us