New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রহড়ার এক ফ্ল্যাটে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। এ নিয়ে তদন্তে নেমে শহরের এক শতাব্দী প্রাচীন দোকানের তিনজন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বেঙ্গল এসটিএফের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তদন্তে দেখা গেছে, দোকানে বিপুল আগ্নেয়াস্ত্র রাখা ছিল। দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট একচল্লিশটি বন্দুক উদ্ধার করা হয়েছে।\
পুলিশ দোকানটি বন্ধ করে দিয়েছে। বর্তমানে তদন্ত চলছে, এবং এখনও যাচাই করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার কোথায় হতে পারত বা কারা এটি ব্যবহার করার পরিকল্পনা করছিল।
শহরের এই শতাব্দী প্রাচীন দোকানকে কেন্দ্র করে ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে পুলিশের আরও অভিযান চলতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us