আমার বাড়ির প্রদীপ আর কোনওদিন জ্বলবে না! মুখ্যমন্ত্রীর মন্তব্যে আহত নির্যাতিতার মা

নির্যাতিতার মা মুখ্যমন্ত্রীর বক্তব্যে মন্তব্য করলেন। তিনি বলেন, আমার বাড়ির প্রদীপ আর কোনওদিন জ্বলবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
ড

নিজস্ব সংবাদদাতা: আরজি কর নিয়ে তোলপাড় গোটা রাজ্য। রাজ্যের অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে। এই পরিস্থিতি নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেক হয়েছে আন্দোলন, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। এই প্রসঙ্গে মন্তব্য করলেন তিলত্তমার মা। 

তিলোত্তমার মা বলেন, "দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন, তাহলে তাঁরা ফিরতে পারেন। কিন্তু সকলে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন। তাঁরা যদি ফিরতে পারেন, ফিরবেন।  আমার কিছু বলার নেই। আমার ঘরেও দুর্গাপুজো হতো। আমার মেয়ে নিজে করতো। আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে।  এই পরিস্থিতিতে আমি কীভাবে বলতে পারি, উৎসবে ফিরুন।"

 tamacha4.jpeg