পুলিশ আমাদের ভিডিও করতে বাধ্য করেছিল! ফের সরব হল নির্যাতিতার পরিবার

নির্যাতিতার বাবা বলেন, পুলিশ আমাদের ভিডিও করতে বাধ্য করেছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
x



নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে প্রতি মুহূর্তে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। পুলিশ ভূমিকা নিয়ে সরব হয়েছেন খোদ নির্যাতিতার পরিবার। বুধবার রাতে আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। সেখানে নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছিল, মেয়ের দেহ ঘরে শোয়ানো ছিল, সেই পরিস্থিতি পুলিশ তাঁদের টাকার প্রস্তাব দিয়েছিলেন। এই বিবৃতি দেওয়ার পরেই রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় বয়ে যায়। ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অন্যদিকে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, নির্যাতিতার পরিবারকে কোনও টাকার অফার করা হয়নি। 

কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে নির্যাতিতার বাবা-মাকে বলতে শোনা গিয়েছে, টাকার প্রস্তাব দেওয়া হয়নি। পুলিশের ভিডিও নিয়ে ফের সরব হলেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছে, পুলিশ বাধ্য করেছে এই কথাগুলো বলতে। পুলিশকে রাগালে বিচার পেতে সমস্যা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছিল পরিবারকে। 

নির্যাতিতার পরিবারকে ডিসি নর্থ টাকার প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা একটি ভিডিও দেখান। সেখানে নির্যাতিতার পরিবারকে টাকার প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হলে বলতে শোনা যায়, "আমাদের এসব বলার কোনও দরকার নেই। এমন কোনও ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি। মিথ্যে গল্প বানিয়েছে। আমরা বিচার চাইছি। যাতে ন্যায় বিচার পাই, তার ব্যবস্থা করুন। নিজেদের প্রচারের জন্য কেউ কেউ মিথ্যে প্রচার করছেন।" 

অন্যদিকে, নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, মেয়ের দেহ যখন দোতলার ঘরে শোয়ানো ছিল, তখন রান্নাঘরের পাশে সরু জায়গাটাতে ডিথি নর্থ  তাঁকে টাকার প্রস্তাব দেন। সেখানে তিনি বলেন, "আপনার কাঁধের ব্যাচটা পেতে যে পরিশ্রম করতে হয়েছে, তার থেকে বেশি পরিশ্রম করে আমরা মেয়েকে বড় করেছি। ডাক্তার করেছি। এখন আপনারা আমাকে টাকার লোভ দেখাচ্ছেন। আমাদের ঘটনাটি মর্মান্তিক লেগেছিল। পরের দিন পুলিশ আমাদের ভিডিও করে। সেখানে আমাদের ভিডিওতে ওই কথা বলতে বাধ্য করা হয়। যেহেতু পুলিশ তখন তদন্তে ছিল, তখন বিচারের আশায় বলতে বাধ্য হয়েছিলাম।"

 tamacha4.jpeg